fbpx
কলকাতাহেডলাইন

অপেক্ষা আর কিছুক্ষণের! এর পর ঘটবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শুরু কাউন্টডাউন। অপেক্ষা আর কিছুক্ষণের। এক বিরল ঘটনার সাক্ষী থাকবে গোটা কলকাতার মানুষ। ‘নো শ্যাডো’ নিয়ে বাড়ছে উন্মাদনা।

শুধুমাত্র সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিশ্বের যে সমস্ত দেশ আছে, এই ‘নো শ্যাডো ডে’ প্রত্যক্ষ করতে পারবে একমাত্র তারাই।

আজ রবিবার। সকাল ১১ টা বেজে ৩৫ মিনিটেই পড়বে না কোনও ছায়া৷

ছায়া শূন্য দিবস হল এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোন বস্তুর ছায়া পড়ে না। এই সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে। অর্থাত্ মাথার একেবারে উপরে চলে আসবে সূর্য।

 

আজকের পর একই ঘটনার পুনরাবৃত্তি হবে চলতি বছরেরই জুলাই মাসের ৭ তারিখ। সেদিন এই বিরল ঘটনা কলকাতায় ঘটবে সকাল ১১টা বেজে ৪১ মিনিটে। সেদিনও বিশেষ দিনের স্থায়িত্ব হবে বড়জোড় সেকেন্ড দুয়েক।

শুধুমাত্র সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিশ্বের যে সমস্ত দেশ আছে, এই ‘নো শ্যাডো ডে’ প্রত্যক্ষ করতে পারবে একমাত্র তারা। আপাতত সময়ে পারদ যতই এগোচ্ছে, ততই মানুষের উত্তেজনা বাড়ছে।

ছায়া শূন্য দিবস, ‘নো শ্যাডো দিবস’হল এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোন বস্তুর ছায়া পড়ে না। এই সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে। মাথার একেবারে উপরে চলে আসবে সূর্য।

Related Articles

Back to top button
Close