
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানী জুড়ে চরম ব্যস্ততা। দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সকাল ১০.১৫ নাগাদ সেই সন্ধিক্ষণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সোমবার সকাল ১০.১৫-এ সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের অনুষ্ঠান। দ্রোপদীকে শপথ বাক্য পাঠ করাবেন ভারতের প্রধান বিচারপতি ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। ২১ বন্দুকের স্যালুটের রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
অনুষ্ঠানের আগে বিদায়ী রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি আনুষ্ঠানিক শোভাযাত্রায় সংসদে পৌঁছাবেন। উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রধান বেসামরিক ও সামরিক কর্মকর্তা প্রমুখরা সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে থাকবেন। সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠানের সমাপ্তির পরে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি, সেখানে তাঁকে আন্তঃসেবামূলক গার্ড অব অনার দেওয়া হবে৷
সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে আজ শপথ নেবেন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ৬৪ বছরের দ্রৌপদী মুর্মু। ওড়িশার ময়ূরভঞ্জের উপরবেড়া গ্রাম থেকে উঠে আসা সাঁওতাল এই নেত্রীই এখন থেকে হবেন রাইসিনা হিলের ‘রাজপ্রাসাদে’র নতুন বাসিন্দা। আপাতত কয়েকটা দিন তাঁকে থাকতে হবে রাষ্ট্রপতি ভবনের ‘গেস্ট উইং’য়ে। তারপর পুজো করে আগামী পাঁচ বছরের জন্য গুছিয়ে বসবেন মূল বাড়িতে। প্রজাপিতা ব্রক্ষ্মকুমারীর অনুগামী দ্রৌপদী মুর্মু নিরামিশ খান। পেঁয়াজ, রসুন পর্যন্ত চলে না। তাই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে সেই মতো তৈরি হচ্ছেন রাঁধুনি, খানসামারা।