অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিধানপল্লীর ১১১ নম্বর ওয়ার্ড
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এল বিধানপল্লীর কামধোহারির ১১১ নম্বর ওয়ার্ড। শনিবার ১৫০ জন অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল। সামাজিক দূরত্ব মেনে সকলের হাতে এই সামগ্রীগুলি বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যারীচাঁদ চন্দ্র, গৌতম ভট্টাচার্য, সুদীপ্ত মুখার্জি, সুব্রত মুখার্জি, বিশ্বনাথ নস্কর, অমিত দাস ও রঞ্জিত নস্কর।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি ১১১ নম্বর ওয়ার্ডের দিন-আনা, দিন-আনা মানুষগুলি।
অনুষ্ঠানে কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, আমরা এই সময়ে অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। করোনার আবহে মধ্যেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে জনজীবন বিপর্যস্ত। আর সব থেকে অসহায় অবস্থার মধ্যে পড়েছে এই দুঃস্থ মানুষগুলি।
এদের জন্য কিছু করতে পেরে আমরা খুব খুশি। আমাদের এই কাজকে যেন কেউ রাজনীতি দিয়ে বিচার না করে। মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে কোনও রাজনীতি থাকতে পারে না। ভবিষ্যতে আরও অনেক কাজ করার পরিকল্পনা আছে।