কলকাতা
মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় ধৃতের পুলিশ হেফাজত

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় ধৃত যুবকের পরিচয় জানাল পুলিশ। নাম হাফিজুল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের নারায়ণপুরে। বয়স ৩১ বছর। সোমবার ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ক্ষতিকারক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধে। সোমবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তকে ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
গত শনিবার রাতেই কঠোর নিরাপত্তা বলয় পার হয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে সে। রবিবার তাকে আটক করে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রহরারত নিরাপত্তারক্ষীরা। পরে তাকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নের মুখে।