সংস্কার হওয়া বিদ্যাধরী বাঁধ ফের ভাঙল, জলমগ্ন বহু গ্রাম

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট মহকুমায় লাগাতার নিম্নচাপের বৃষ্টি ও আমাবস্যার ভরা কোটাল চলছে। এর জেরে মিনাখা ও হাড়োয়ার বিদ্যাধরী নদীর বাঁধ বেশ কিছু জায়গায় ভেঙেছিল। তবে সংস্কার হওয়া বাঁধ পুনরায় শুক্রবার দুপুর বেলা ভাঙল।
এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে তেতুল আটি, নাসির হাটি, দক্ষিণ লক্ষ্মী কাটি সহ বেশকিছু গ্রামে নোনা জল ডুকছে । এমনকি ঘরের মধ্যে জল ঢুকে গেছে পাশাপাশি মেছো ঘেরিতে জল ঢুকে মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে হাড়োয়া ব্লক সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা নদী বাঁধের দ্রুত কাজ করার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বিডিও সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন।
ইতিমধ্যে তেতুল আটি গ্রামের পাশ থেকে কিছু লোককে সরিয়ে স্থানীয় স্কুলে আনা হয়েছে। গ্রামে জল ঢুকে তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নুরুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে বাঁধের কাজের তদারকি করছেন। মিনাখার যেসব জায়গায় বাঁধ ভেঙে ছিল সেখানে কাজ আরম্ভ হয়ে গেছে সকাল থেকে।
মিনাখাঁ ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল গিয়ে এলাকা পরিদর্শন করছেন মানুষের সঙ্গে কথা বলছেন যাতে কোন অসুবিধা না হয় তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ করা আছে।