নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপালের মেজাজ, মর্জি বোঝা দায়! শনিবার সকালেই টুইট করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিরোধিতার জন্য মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন। তিনি অভিযোগের সুরে বলেছেন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করবেন না। সেই তিনিই আবার দুপুরে তৃণমূলের ‘ ম্যায় হুঁ না’ পোস্টার নিয়ে পাল্টা টুইট করে রাজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ।
বৃহস্পতিবার রাতে নয়া প্রচার অভিযানের এক ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে এনেছে তৃণমূল। পোস্টারে দেখা গিয়েছে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টারের মাথায় লেখা ‘ ম্যায় হুঁ না’। বলাই বাহুল্য সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। নজর এড়ায়নি রাজ্যপালেরও। তিনি পাল্টা টুইটে লিখেছেন, ‘ম্যায় ভি হুঁ না।’ রাজ্যের উন্নয়নে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘ সংবিধানের প্রকৃত মর্ম অনুযায়ী আমরা রাজ্যের মানুষের উন্নয়নে একসঙ্গে কাজ করবো, মানুষের অকথিত ব্যথা দূর করবো।’
আরও পড়ুন: শিশুর মতো ছিলেন, প্রয়াণ দিবসে স্মৃতিচারণ নজরুলের ফোটোগ্রাফার শেখর তরফদারের
অথচ এদিন সকালেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। টুইটে লেখেন, ‘পড়ুয়াদের নিয়ে কেন রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী? কেন এটা নিয়ে রাজনীতির আসর গরম করছেন! কেন সুপ্রিমকোর্টের নির্দেশ ভালো করে পড়ছেন না। পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ, ওদের নিয়ে রাজনীতি করবেন না।’