fbpx
দেশহেডলাইন

প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার কাছে আমরা কৃতজ্ঞ : মোহন ভাগবত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রবণ মুখোপাধ্যাযের অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে ভারতের প্রতিটি নাগরিক সচেতন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ যে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। প্রণবজিকে কিভাবে আমাদের সভায় ডাকা হযেছে এবং কেন ও কিভাবে তিনি আসছেন সেটা আলোচ্য বিষয নয়। প্রধান কথা হল রাষ্ট্রীয স্বযং সেবক সংঘ-এর যেমন একটি নিজস্ব সত্বা আছে তেমন প্রণব মুখোপাধ্যাযেরও একটি নিজস্ব সত্বা রযেছে। তাঁর নাগপুরে আযোজিত সংঘের সভায় আসা নিয়ে অনেক আলোচনা এবং বিতর্ক তৈরি হযেছিল। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোনও নাগরিককেই আমরা আলাদা ভাবি না। অনেকদিন ধরেই সংঘের প্রথা অনুযাযী সমাজের বিভিন্ন স্তরের এবং অংশের বিশিষ্ট জনেদের আমাদের অনুষ্ঠানে ডাকা হযেছে।

সংঘের প্রধান লক্ষ্য সমাজকে এক করা। ভারতে জন্মগ্রহণ করা প্রতিটি মানুষকেই আমরা দেশের নাগরিক বলে গণ্য করি। মাতৃভূমিকে পুজো করা এবং শ্রদ্ধা সহকারে দেখাটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য বলেই মনে হয়। আমরা সবাই একই মাটির সন্তান। তাঁকেও আমরা এর থেকে আলাদা বলে মনে করি না। প্রত্যেক নাগরিকেরই নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। একই সঙ্গে অধিকার রযেছে আমাদের আদর্শ এবং কর্মসূচির বিরোধিতা করা। আমরা সবাই কাজ করতে চাই দেশের উন্নতির জন্য। তাই সংঘের সভায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতির যোগদান করা নিয়ে অযথা বিতর্কের কোনও অবকাশ নেই।

Related Articles

Back to top button
Close