fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাজনীতির উর্ধ্বে উঠে বাংলাকে সাহায্য করতে হবে: মিমি

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: সবাইকে এগিয়ে আসতে হবে বাংলার জন্য, বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরে এসে জরুরী মিটিং সারলেন যাদবপুর লোকসভা সংসদ মিমি চক্রবর্তী। পাশাপাশি ফুলতলায় বিডিও অফিসে গিয়েও বিডিও সাথে কথা বলেন খোঁজখবর নেন পরিস্থিতির। বারুইপুর পুরসভা এলাকায় কি কি ক্ষতি হয়েছে তার খোঁজখবর নেন সাংসদ মিমি চক্রবর্তী। মহাকুমার শাসকের অফিসে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী অভিযোগ করেন, বারুইপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মানুষ অসহায় অবস্থায়, হাসপাতালে বিদ্যুৎ নেই এমনকি প্রতিটি রাস্তায় বিদ্যুতের পোস্ট উপচে পড়েছে রয়েছে জলের সমস্যা সাহায্যের জন্য তিনি সাংসদের কাছে আর্জি জানান। এর পাশাপাশি সাহায্যের জন্য সাংসদের কাছে জানিয়েছেন বারাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী।

আরও পড়ুন: আকাশ পথে ক্যানিং পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, ব্লকের ১৯টি পঞ্চায়েতের বেশিরভাগ মানুষের অর্থনীতি নির্ভরশীল ফলে উপর। মানুষ বড় অসহায়। বিপর্যয় নেমে এসেছে। পঞ্চায়েতের বহু এলাকায় তিনি সংসদের কাছেও জানান অবিলম্বে সাহায্যের ব্যবস্থা করা হোক। এদিন সাংসদ বৈঠকের আরও জানান, বারুইপুরের অবস্থা জানার পরই আমি নিজে মহকুমাশাসক, বিডিও এবং জেলা পরিষদের উপাদক্ষ জযন্ত্র ভদ্র ,পঞ্চাশ সমিতির সহ-সভাপতি সবার সাথে যোগাযোগ করেছি। এমনকি চেয়ারম্যান প্রশাসক শক্তি রায়চৌধুরীর সাথে কথা হয়েছে জানবার চেষ্টা করেছি মানুষ কি অবস্থায় আছে এবং সেই অবস্থার খোঁজ নিতে এদিন সরেজমিনে পরিদর্শনে আসা। অবিলম্বে বিদ্যুতের সমস্যা এবং জলের সমস্যা মেটানোর জন্য মহাকুমার শাসক কে বলা হয়েছে। পাশাপাশি নিজেও আমি কথা বলবো উপরের মহলের সঙ্গে।

Related Articles

Back to top button
Close