fbpx
দেশহেডলাইন

এই হার থেকে শিক্ষা নিয়ে মানুষের সেবায় কাজ করে যাবঃ রাহুল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ কাজ করল না প্রিয়াঙ্কা ম্যাজিক। পাঁচ রাজ্যের ভোটে নিজের জায়গা তৈরি করতে পারল না কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের শোচনীয় পরাজয় মেনে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের স্বার্থে সেবা করার জানিয়েছেন রাহুল।

বৃহস্পতিবার বিকেলে ট্যুইট করে রাহুল লেখেন, নম্রতার সঙ্গে মানুষের রায় মেনে নিচ্ছি ৷ যাঁরা জিতেছেন তাঁদের অভিনন্দন৷ তবে কংগ্রেস কর্মীদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ এখান থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের স্বার্থে কাজ করে যাব।

উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখ ছিলেন প্রিয়াঙ্কা৷ নতুন দায়িত্ব পেয়ে প্রিয়াঙ্কা জোরকদমে কাজ করেন। ‘ম্যায় লড়কি হু, লড় শক্তি হু’ স্লোগানকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়েছিলেন ৷ কিন্তু উত্তরপ্রদেশ তাঁকেই প্রত্যাখ্যান করল ৷ পঞ্জাব তো হাতছাড়া হয়েছে। বাকি চার রাজ্যেও শোচনীয় হার হয়েছে কংগ্রেসের ৷ উত্তরাখণ্ডে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয় ৷ এবার তাই সেখানে কংগ্রেসের জয়ের আশা ছিল কিন্তু রাজ্যের মানুষ বিজেপিকে আরেকবার সুযোগ করে দিল ৷ গোয়া ও মণিপুরে একই অবস্থা ৷ ওই দুই রাজ্যে বিজেপি গতবারের চেয়ে ভালো ফল করেছে ৷

উত্তরপ্রদেশ সহ চার রাজ্য বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে বিজেপি। গতকালই জয়ের পর উচ্ছ্বসিত হয়ে দলের নেতা কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেন তিনি। মোদী বলেন, এবার পরিবারতন্ত্র অস্তাচলে যাবে।

Related Articles

Back to top button
Close