fbpx
কলকাতাহেডলাইন

তাপমাত্রা কমে কনকনে ঠান্ডায় রাজ্য!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  শনিবার সকালেই তাপমাত্রা কমে কাঁপুনি ধরাল শহরবাসীর। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে। তবে বেলায় সেই ঠান্ডা উধাও হয়ে গেলেও সন্ধে হতেই তাপমাত্রার পারদ নেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর জানিয়েছে, গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা যে কমবে সেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ ভোরের দিকে শিরশিরানি থাকবে বাতাসে। বেলা গড়ালে সামান্য গরম অনুভূত হতে পারে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল অর্থাত্‍ রবিবার থেকে ফের একধাক্কায় অনেকটা নামবে দক্ষিণবঙ্গের পারদ। শীতের আমেজ তৈরি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। এখন কয়েকদিন এমনই শীতের আমেজ বজায় থাকবে শহর ও শহরতলি এবং বিভিন্ন জেলায়। তবে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: বুথ যার, ক্ষমতা তার! একুশের গেমপ্ল্যান বিজেপির

আগামী সপ্তাহে বুধবারের পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। যদিও আজ রাত থেকে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কয়েক দিন ধরে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বাড়ছিল। তবে এবার কনকনে শীতের আমেজ আসার অপেক্ষা দক্ষিণবঙ্গে। আজ থেকেই বদল হবে আবহাওয়ার।

Related Articles

Back to top button
Close