fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

ফের নিম্নচাপ, আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। আর যার জেরে আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে মঙ্গলবার থেকে ফের বদল হবে আবহাওয়ায়। সেই সঙ্গে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রবিবার সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। কলকাতায় সকাল থেকে দু’এক পশলা বৃষ্টি হয়েছে। তবে আজ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্যান্য জেলাতেও দু-এক পশলা বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এ ছাড়াও কলকাতা, হাওড়া এবং হুগলিতেও আজ দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ‘আগের থেকে ভালো আছেন বাবা’, জানালেন প্রণব পুত্র

শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর জানিয়েছিল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই শুক্র-শনি-রবি এই তিনদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি ওড়িশা উপকূলেও বৃষ্টির পূর্বাভাস ছিল। উপকূলীয় জেলাগুলোয় ছিল বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

                      আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তলায় ৩ হাজার গ্রাম

রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আপাতত বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও উত্তর-পশ্চিম দিকে সরে শক্তি হারিয়ে এই নিম্নচাপ আরও দুর্বল হয়ে যাবে। তবে আগামী সপ্তাহে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close