fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অংশে, জানাল আইএমডি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। এমনই জানাল আইএমডি অর্থাৎ
ইণ্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট।পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

দুটি পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে পাহাড় থেকে সমতল সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

আইএমডির জাতীয় আবহাওয়া পূর্বাভাস দফতর জানিয়েছে, প্রথমে বিক্ষিপ্তবভাবে বৃষ্টি হলেও পরে তা বিস্তারিত হবে বলেই জানা গিয়েছে। শুধু বৃষ্টি না, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

Related Articles

Back to top button
Close