ভোরে শীতের আবহ থাকলেও বেলা বাড়তেই উধাও, বৃষ্টির সম্ভাবনা প্রবল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে। আদ্রতাজনিত সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। তবে তাপমাত্রার পারদ আরও নামবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিনবঙ্গের জেলাগুলিতে যেমন তাপমাত্রা নামবে, তেমনই উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও নামবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমত এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। শৈলশহর দার্জিলিংয়ে তাপমাত্রা গত কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমেছে। দিল্লিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা নামছে ক্রমশই। শীতের সঙ্গে ধোঁয়াশায় ঢেকেছে রাজধানীর আকাশ।