
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমফানের ত্রাণে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দূর্নীতি হয়েছে কিনা তা নিয়ে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (ক্যাগ)) তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘ দুধ খা দুধ, পানি কা পানি’ হয়ে যাবে।আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে গোড়া থেকেই সরব বিজেপি সহ বিরোধীরা। কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার ভিত্তিতে আমফানের জন্য কেন্দ্রের দেওয়া ১০০০ কোটি টাকার ত্রাণে দুর্নীতি হয়েছে কী না তাই খতিয়ে দেখতে ক্যাগকে নির্দেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন: সারদা মামলায় দেবযানী মুখার্জিকে CBI-এর সঙ্গে সবরকম সহযোগিতা করতে সময় দিল হাইকোর্ট
মঙ্গলবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুকুল রায় কোর্টের রায়কে স্বাগত জানান। তিনি বলেন,’রাজ্য সরকার বলছে আমাদের এতো ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কেন্দ্রের কাছ থেকে এতো টাকা পেয়েছি, তার চেয়ে বেশি খরচ করেছি, সত্যিটা কি তা নিয়ে বাংলায় প্রশ্ন উঠেছে। হাইকোর্ট আজ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যে কী ক্ষতি হয়েছে, রাজ্য কতো টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে, কতো টাকা কী খাতে খরচ করেছে ক্যাগ তদন্ত করে দেখবে। তাহলেই ‘ দুধকা দুধ, পানি কা পানি’ হয়ে যাবে। ক্যাগ তদন্ত করে জানাবে আমফানে রাজ্যে কতোটা ক্ষতি হয়েছে, কেন্দ্রীয় সাহায্যের টাকা কি খাতে কোথায় খরচ হয়েছে। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। এই রায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি।’