পশ্চিমবঙ্গহেডলাইন
আদালতের রায়কে স্বাগত জানিয়ে জনসচেতনতায় গুরুত্ব ধনকারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন দুর্গোৎসবে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে কোভিড পরিস্থিতিতে জনসচেতনতায় গুরুত্ব আরোপ করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। মঙ্গলবার তিনি টুইটে লেখেন, ‘বর্তমান কোভিড পরিস্থিতিতে স্থানীয় মাধ্যমে বিভিন্ন জায়গায় জনসচেতনতার প্রচার জরুরী। মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন। অন্যান্যবারের দুর্গাপুজোর মতো রাস্তায় ভিড় না করেন।’
তিনি আরও লিখেছেন, ‘জনস্বার্থে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ভার্চুয়াল দুর্গাপুজোয় যোগ দিন। অতিমারির আবহে সুরক্ষিত থেকে পুজোর আনন্দ উপভোগ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, হাত ধোন।’ তিনি আরও লিখেছেন, ‘আদালত আশা করে পুলিশ, রাজ্যের আধিকারিকরা জনতাকে এই মর্মে সচেতন করবেন।’