কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
আশা করছি ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় যাবে, টুইটে বাইডেনকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইট মারফত এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। আগামী দিনে ভারত-মার্কিন সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত হবে বলেই আশা রাখছি, টুইটে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য শনিবার রেকর্ডসংখ্যক ভোটে বর্তমান রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসে যাওয়া পাকা করেছেন বাইডেন। এই ফলাফলের পরেই গতকাল রাতেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।