২৪ ঘণ্টায় ১৪৮ জনের করোনা পজিটিভ, মৃত আরও ৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৬ জনের। ফলে রাজ্যে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২,৮২৫। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৭২। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যুর সংখ্যা হয় ২৪৪। একই সঙ্গে শেষ ২৪ ঘন্টায় আরও ৬৭ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ এদিন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,০০৬ জন। সুস্থ হওয়ার হার ৩৫.৬১ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১,৫৭৫ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭,৬১৪ জনের। সব মিলিয়ে রাজ্যের ২৩টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৯৩,৫৭০।
বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ জন। আর কলকাতাতেই মৃত্যু হয়েছে এদিনের নতুন ৫ জনের।
মোট আক্রান্ত ২,৮২৫
মোট সুস্থ ১০০৬
মোট মৃত্যু ১৭২