fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

পশ্চিমবাংলা উগ্রপন্থীদের আশ্রয়স্থল : দিলীপ 

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: পশ্চিমবাংলা বর্তমানে উগ্রপন্থীদের এবং রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে । এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ । উগ্রপন্থীরা অন্য রাজ্য থেকে ধাওয়া খেয়ে এসে এখানে আশ্রয় নেয় । কুচবিহারে সম্প্রতি ৬ জন উগ্রপন্থী ধরা পড়েছে । উত্তরবঙ্গে আমার উপর যে হামলা করা হয়েছে তা বহিরাগতরা করেছে । খুব ভালো করে হামলাকারীদের মুখগুলো সামনে থেকে দেখলেই বোঝা যাবে ওরা ভারতীয় নয়, রোহিঙ্গা । এরাই তৃণমূলের হয়ে ভোট করে তৃণমূলকে জেতায় । এমনকি বাংলাদেশের খালেদাজিয়া বলছে, ভারত থেকে দুষ্কৃতীরা বাংলাদেশে গিয়ে অত্যাচার করছে । খুবই চিন্তার বিষয়, দেশের সুরক্ষার বিষয় নিয়ে যখন রাজনীতি করা হচ্ছে তখন তা চিন্তার । তাই এই তৃণমূল সরকার পরিবর্তনের সময় এসেছে ।” বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

উত্তর ২৪ পরগনার বরানগরের টবিন রোডে চায়ে পে চর্চা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যে জঙ্গি সংগঠনের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তিনি আরও বলেন, “এক সময় শুনেছিলাম আমার নাম জঙ্গীদের হিটলিস্টে ১ নম্বরে আছে । তবে ভয় পেলে চলবে না । এই সরকার ক্ষমতা থেকে চলে গেলে বাংলায় শান্তি ফিরবে ।”

রবিবার সকালে দিলীপ ঘোষ বরানগরের টবিনরোড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন । প্রথমে তিনি গাড়ি করে ডানলপ মোড়ে আসলে সেখান থেকে তাকে ঘোড়ায় টানা গাড়িতে করে টবিন রোডে নিয়ে যান বিজেপি কর্মীরা । তিনি ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টেনে বলেন, “তৃণমূলের যে নেতারা আমাকে নিয়ে কুকথা বলছে, তারা নিজেরা পিছনের দরজা দিয়ে গিয়ে ফের ক্ষমতায় বসেছে । তারা আসলে হেরে বসে আছে । নৈতিক ভাবে ক্ষমতা হারিয়েছে । আগামী মে মাসে তারা চলে যাবে ।” দিলীপ বাবু এদিন বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “বাংলায় মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে । বাংলার মানুষ ৪০% ভোট দিয়ে বিজেপিকে লোকসভায় এগিয়ে রেখেছে । আসন্ন বিধানসভা নির্বাচনে বাম, তৃণমূল, কংগ্রেস, মিম সবাই একজোট হয়ে লড়লেও বিজেপি একক ভাবে বাংলায় ক্ষমতা দখলের জায়গায় পৌঁছে গেছে । ওরা অত্যাচারী, ওদের বাংলার মানুষ ভোট দেবে না । বাংলায় বিজেপি একমাত্র দল যারা আগামীদিনে বিকাশ করবে, উন্নয়ন করবে । পুলিশ দিয়ে ক্ষমতায় বসে থাকা সম্ভব না । ওরা শুধু বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় । আমার বিরুদ্ধেও সব মিথ্যা কেস দিয়েছে । আমরা আইনত মামলা লড়ছি । পুলিশ মেরুদন্ডহীন হয়ে পড়েছে ।” তবে এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে তেমন কোন মন্তব্য করেননি দিলীপ ঘোষ । তাকে শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওটা তৃণমূলের অভ্যন্তরীণ দলের ব্যপার । ওটা যা হবে আগামীদিনে সামনে চলে আসবে ।”

Related Articles

Back to top button
Close