fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পশ্চিম বর্ধমানে ২ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় ২ হাজার পার করলো করোনা আক্রান্তর সংখ্যা। শনিবার রাতে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত জেলায় ২,০৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের।

প্রসঙ্গত, জুলাই মাস পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্তর সংখ্যায় অনেকটাই রাশ ছিল। কিন্তু চলতি আগস্ট মাসে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বলতে গেলে আগষ্ট গড়ে ১০০ জনের কমবেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধে সবচেয়ে খারাপ অবস্থা রানিগঞ্জ ও দুর্গাপুরের।

[আরও পড়ুন- নাবালককে হাত-পা বেঁধে চাবুক পেটা তৃণমূল নেতার]

এদিকে, রবিবার আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ড থেকে দুজনকে দুর্গাপুরের কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আউটডোরে চিকিৎসা করাতে আসা এক রোগীর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এদিন। তাকে এদিন দুর্গাপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গত দুদিনে জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close