fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভ্রমণপিপাসুদের কাছে টানতে ‘নতুন উপহার’ নিয়ে হাজির পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ভ্রমণপিপাসুদের কাছে টানতে প্রতি বুধ ও বৃহস্পতিবার ‘নতুন উপহার’ নিয়ে হাজির পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এবার থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার নতুন চমকে এক উপহার নিয়ে হাজির হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সারা রাজ্য জুড়েই পর্যটন শিল্পের প্রসার ও প্রচারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটক বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেমনই সেই উদ্যোগেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুরের লোকশিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হল পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে।

আরও পড়ুন: সংক্রমণ রুখতে পানাগড়ে শশ্মানকালী মন্দিরে খিচুড়ী প্রসাদ খাওয়ানোয় ছেদ 

মূলত ভ্রমণপিপাসুদের আরও কাছে টানতেই এখন থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় এই জেলাটি লোকশিল্প প্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পীরা বিভিন্ন আঙ্গিকের লোকশিল্প এখানে উপস্থাপিত করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার জানিয়েছেন “রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুর জেলাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভ্রমণপিপাসু মানুষেরা এই জেলার প্রতি আরও উৎসাহী হয় তার জন্য এই উদ্যোগ।” জেলা প্রশাসনের উদ্যোগে একদিকে যেমন লোক শিল্পীরা উপকৃত হবেন, তেমনিই ভ্রমণ পিপাসুরাও পশ্চিম মেদিনীপুর জেলার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Related Articles

Back to top button
Close