রাজ্য সরকারের ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জানতে চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জানতে চাইল হাইকোর্ট। রাজধানী হাইজ্যাক ঘটনায় ছত্রধরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে হাইকোর্টে মামলা করে NIA। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ নিম্ন আদালতে এই সংক্রান্ত মামলায় বারবার ডাকা সত্ত্বেও ছত্রধর আসেনি। এই বিষয়ে হস্তক্ষেপ দাবি নিয়ে এন আইএ হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে।
এদিন মামলার শুনানিতে ছত্রধর মাহাত আইনজীবীর দাবি করেন ছত্রধর UAPA ধারায় অভিযুক্ত হলেও তাকে হাইকোর্ট জামিন দিয়েছে। তাহলে ফের কেন গ্রেফতার করার প্রয়োজন রয়েছে? পাশাপাশি তিনি তদন্তের জন্য সব ধরনের সহযোগিতা করবেন।
আরও পড়ুন: তিতলি, সুদীপ, আর রায়া… ত্রয়ীর স্বপ্নে এগিয়ে চলেছে ইন্দো-ওয়েস্টার্ন ব্যান্ড GROOVES
ডিভিশন বেঞ্চ জানতে চায় রাষ্ট্রদোহিতা ধারাগুলি কি রাজ্য লাগু করেছে? সংস্থার আইনজীবী জানান, এগুলো NIA-এ লাগু করেছে। বিচারপতি এরপর রাজ্য সরকারের এই কেসের বিষয়ে বক্তব্য এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেন। NIA-এ এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ছত্রধরের জামিন মামলায় রাজ্য জামিনের বিশেষ বিরোধিতা করেনি।