
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়া শ্মশানে লোহার হুক দিয়ে টেনে হিঁচড়ে মৃতদেহ ভ্যানে তোলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অস্বস্তিতে প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী নই বলে দায় এড়িয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ছাড়ার পাত্র নন রাজ্যপাল জগদীপ ধানকর। বৃহস্পতিবারের পর শুক্রবারও টুইট করে এ নিয়ে সরব হলেন তিনি। এদিন কলকাতা পুরসভার কমিশনার ও চেয়ারপার্সনের কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: ডেঙ্গুর হাতছানি রাজ্যে, উদ্বেগ বাড়ছে জনজীবনে
তিনি এদিন টুইটে লেখেন, ‘ মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের কি না সেটা আসল প্রশ্ন নয়। তাতো প্রমাণ সাপেক্ষ। আসল বিষয় হলো , মৃতদেহ কি ওভাবে টেনে নিয়ে যাওয়া যায়! পশুদের সঙ্গেও কেউ ওরকম করে না।’ তিনি আরও লিখেছেন, ‘ যাঁরা এই ঘটনাকে খাটো করে দেখাতে নানা কথা বলছেন, তাঁদের জিজ্ঞাসা করছি, ভেবে দেখুন তো ওঁরা কেউ যদি আপনার নিকটজন হতো! নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।’