ফলাফল যাই হোক, আমি উইনার’, দাবি প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ফলাফল যাই হোক, আমি উইনার’। দাবি করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজের জয় নিয়ে অসম্ভব আশাবাদী। বৃহস্পতিবার দিনভর ভবানীপুর কেন্দ্র কার্যত চষে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা। শাসকদলের বিরুদ্ধে বুথ দখল, ভুয়ো ভোট ও অশান্তির অভিযোগ করেছে রাজ্য বিজেপি। প্রিয়াঙ্কা স্বয়ং ভোটারদের প্রভাবিত করার জন্য ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে। একই সঙ্গে তাঁর অভিযোগ বহু ক্ষেত্রে বিজেপি সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এত কিছুর পরেও প্রিয়াঙ্কার আশা ভবানীপুরে তিনি অঘটন ঘটাবেন। কোন বিশ্বাসে তিনি এমনটা বলছেন? প্রিয়াঙ্কার উত্তর, ‘প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে সমর্থন পেয়েছি তাতে আমি নিশ্চিত ভবানীপুরের মানুষ আমাকে হতাশ করবেন না”। তাছাড়া আরও একটি কারণ তাঁকে আশাবাদী করেছে। সেটা হল ভবানীপুরে ভোটের হার কম হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে সামনের লোকসভা নির্বাচনের দামামা বাজাবেন ভেবেছিলেন, সেই কেন্দ্রের ভোটাররা কিন্তু তাঁকে নিরাশ করেছেন, এমনটাই দাবি করছেন প্রিয়াঙ্কা।
আর প্রিয়াঙ্কা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন তাহলে হয়তো গেরুয়া শিবিরে তাঁর জন্য বড় পদ অপেক্ষা করে আছে। প্রচারের একেবারে শেষ দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বড় ঘোষণা করেছিলেন। নন্দীগ্রামের বিধায়ক বলেছিলেন, “যদি প্রিয়াঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন তাহলে আমি বিরোধী দলনেতার পদ প্রিয়াঙ্কাকে ছেড়ে দেব। এ বিষয়ে তখন আমি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব”। সত্যি তেমনটা হয় কিনা সেটা সময় বলবে।