শিয়ালদহ মেট্রোর উদ্বোধন কবে! টালবাহানায় বিরক্ত খোদ মেট্রোর জি এম

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বার বার পিছিয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন। এই অবস্থায় এবার বিরক্তি প্রকাশ করলেন খোদ মেট্রোর জি এম। আপাতত জানা গেছে, সব কিছু ঠিক ঠাক থাকলে মেট্রো উদ্বোধন হতে পারে কবিগুরু জন্মদিন, অর্থাৎ ২৫ বৈশাখ। গত মাসের ১৭ এবং ১৮ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান। সেই সময় বেশ কিছু ত্রুটি সামনে আসে। প্রাথমিকভাবে পয়লা জানুয়ারি উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর পর পিছিয়ে সেটি দাঁড়ায় ১ লা বৈশাখ। এবার ২৫ বৈশাখ ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের ভাবনাচিন্তা করা হচ্ছে।
জানা গিয়েছে, সব খতিয়ে দেখে ২৫ বৈশাখ উদ্বোধনের দিন আপাততভাবে ঠিক হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওইদিনই শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।