করোনা নিয়ে ফের ‘হু’ এর সতর্কতা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা পরিস্থিতি দেশে অনেকটাই স্বাভাবিক। এই অবস্থায় প্রত্যেক দেশই বিধিনিষেধ তুলে দেওয়ার পথে হেঁটেছে। বাংলাতেও রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রেও নির্দেশিকা তুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় করোনা নিয়ে চরম সতর্কবার্তা দিল হু।
ডেল্টাক্রনের পর নতুন কোভিড স্ট্রেন এক্স-ই আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। হু-এর পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে মিউট্যান্ট করোনা স্ট্রেন এক্স-ই-এর সন্ধান পাওয়া গিয়েছে। যেটি একটি ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট বিএ ডট ১ ও বিএ ডট ২ ভ্যারিয়েন্টের মিশ্রিত একটি ভার্সান। কিন্তু এটির তিনটি মিউটেশন হয়েছে।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এই নিয়ে একটি পেপার প্রকাশিত হয়েছে।
হু-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টটি শুধু মাত্র ব্রিটেনেই দেখা গিয়েছে। স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, জানুয়ারি মাসের ১৯ তারিখে ব্রিটেনে এই ভ্যারিয়েন্টটি প্রথম পাওয়া যায়। এর পর থেকে মোট ৬০০ জনের শরীরে এটির উপস্থিতি পাওয়া গিয়েছে।
চিনের বৃহত্তম শহর সাংহাইতে লকডাউন সত্ত্বেও কেস দ্রুত বাড়ছে। উভয় পরিসংখ্যানই আগের দিনের চেয়ে কিছুটা বেশি। এই ভাবে লকডাউনে বিরক্ত হচ্ছে মানুষ।