fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

চিনের চোখ রাঙানিতেই করোনাকে অতিমহামারী ঘোষণা করতে বিলম্ব করেছিল হু, দাবি সিআইএ-এর

নিউইয়র্ক (সংবাদ সংস্থা): চিনের চোখ রাঙানিতেই করোনা সংক্রমণকে অতিমহামারী ঘোষণা করতে বিলম্ব করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চাঞ্চল্যকর দাবি করল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। এবিষয়ে সম্প্রতি জার্মানিও ‘হু’এর বিরুদ্ধে অভিযোগ তোলে। যদিও হু এর পক্ষ থেকে আগেই এই দাবিকে নস্যাৎ করা হয়।

সিআইএ-এর দাবি, ডিসেম্বর মাসের শেষ দিক থেকে চিনে যখন করোনা সংক্রমণ ব্যাপক আকার নিতে শুরু করেছে এবং চিন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে শুরু করে সেই সময় হু এর পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণকে অতিমহামারী ঘোষণা করা উচিৎ ছিল।

কিন্তু ২০২০ জানুয়ারি মাসে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপ হয়। সেই ফোনালাপে শি জিনপিং হু প্রধানকে রীতিমতো হুমকি দিয়ে জানান, হু যদি এখনই করোনাকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করে তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য করা বন্ধ করবে চিন। আর তাই ডিসেম্বর থেকে করোনা প্রভাব বাড়তে শুরু করলেও তা নিয়ে বিশেষ গুরুত্ব দেখাতে পারেনি হু।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্পেন, ইতালি সহ অন্যান্য দেশে যখন করোনা বিশাল আকার নেয় তখন বাধ্য হয়ে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করা হয়। এই বিষয়ে সিআইএ-এর হাতে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে বলেও দাবি করা হয়েছে।

সম্প্রতি ‘প্রমাণ’-সহ এই একই দাবি করে জার্মান সংবাদমাধ্যম ‘ডের স্পিজেল’।

Related Articles

Back to top button
Close