
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ চার রাজ্যেই অভূতপূর্ব ফল পেয়েছে বিজেপি। গতকালই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে গোয়া ও উত্তরাখণ্ড। এই নিয়ে রবিবার রাতেই প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্বরা। গোয়া ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন এবং চার রাজ্যে শাসন কোন নীতি অনুসরণ করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আজ, সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গোয়ায় বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাভদে জানান, সোমবার বিকেল চারটের সময় দলের সংসদীয় কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম স্থির করা হবে। রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ছিলেন এছাড়াও চার রাজ্যের কয়েকজন বিজেপি নেতারাও।
কে নতুন মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কিছু জানাননি রাজ্য সভাপতি সদানন্দ তানাভদে। তিনি শুধু প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেছেন, বিধি অনুযায়ী বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম সহ একটি চিঠি রাজ্যপালকে দেওয়া হবে। তারপরই শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ স্থির করা হবে। কেন্দ্রীয় নেতৃত্বরাই শপথ গ্রহণের দিন স্থির করে দেবেন। আগামী ২৩, ২৪ বা ২৫ মার্চই এই অনুষ্ঠান হতে পারে। বাকি সব কিছু তথ্য জানাবে শীর্ষ নেতৃত্ব’।