রাত ৮টা সভা হলে সেখানে কে আসবে? প্রশ্ন তুলে নিজের সভা বাতিল করলেন শুভেন্দু

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ ২১শে জুলাই। তৃণমূলের মহাসমাবেশ। দলে দলে মানুষের ভিড়। এদিকে আজই বাউড়িয়াতে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। আদালত শর্তসাপেক্ষে সেই সভার অনুমতি দেয়। রাত ৮ টা থেকে ১০ টা সেই সভার অনুমতি দেয় আদালত। তার পরেই কিছু অসুবিধার কারণ দেখিয়ে সেই সভা বাতিল করে দেয় শুভেন্দু। কারণ অনুযায়ী শুভেন্দুর বক্তব্য, রাত ৮টায় সভা হলে কে আসবে সেখানে? “গত ২৬ জুন আমরা সিদ্ধান্ত নিই বিকেল ৪ টে থেকে সমাবেশ করার। প্রথমে আমরা নেতাজি সংঘের মাঠে সভা করার অনুমতি নিই গত ২৮ জুন। কিন্তু প্রশাসন, তৃণমূলের চাপে ৩ জুলাই সেই অনুমতি প্রত্যাহার করে।
ওই মাঠে সভা বাতিলের পরে নারিকেলতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি সহ নানা জায়গাতে বিজেপি সভা করার কথা ভাবলেও পিছিয়ে আসতে হয়।
বুধবার সভা বাতিল করে শুভেন্দু বলেন, “আমাদের এই কর্মসূচির সঙ্গে তৃণমূলের ২১ জুলাইয়ের কোনও বিরোধ নেই! তবে, ওইদিন অন্য কোনও রাজনৈতিক দল সভা করতে পারবেনা, এই তো রাজ্যে গণতন্ত্রের নমুনা!”
শুভেন্দু আরও বলেন, “আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলতে পারি শাসক দল তথা পুলিশের চাপে বিচারপতি বাধ্য হয়েছেন। আমরা বিচারপতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি, সভার অনুমতি দিয়েও যে শর্ত দিয়েছেন তাতে আসলে সভা হয় না।”
যে মাঠে আদালত অনুমতি দিয়েছিল, অর্থাৎ বাউড়িয়া মনসাতলা অফিস মাঠ সভার উপযোগী নয় বলেই দাবি শুভেন্দুর।
শুভেন্দুর সভা করা নিয়ে সাংবাদিকদের অভিষেক বিজেপির সভা বাতিলের আগেই অভিষেক জানিয়েছিলেন, ওরা সব সময় টিভির সামনে আসতে চায়। বাংলাকে অশান্তি করা ছাড়া এসব আর কিছুই নয়।