BREAKING: ভয়াবহ বিস্ফোরণের জের…পদত্যাগ-এর সিদ্ধান্ত লেবানন সরকারের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণের জের…পদত্যাগ-এর সিদ্ধান্ত লেবানন সরকারের।
প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তার সরকারের পদত্যাগ ঘোষণা করেন।
বেরুটের বন্দর এলাকায় বিস্ফোরকের গুদামে গত ৪ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হতে থাকার মধ্যে পদত্যাগ করতে শুরু করতে থাকেন একের পর এক মন্ত্রী। এতে পদত্যাগের চাপে পড়ে লেবাননের মন্ত্রিসভা।
রোববার লেবাননের তথ্য ও পরিবেশমন্ত্রীসহ কয়েকজন আইনপ্রণেতার পদত্যাগের পর সোমবার পদত্যাগ করেছেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
ভয়াবহ বিস্ফোরণে প্রায় নিশ্চিহ্ন লেবাননের রাজধানী বেইরুটের একাংশ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জন। মারাত্মক জখম কমপক্ষে পাঁচহাজার মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন তিন লক্ষের বেশি মানুষ। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।