fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বুথ যার, ক্ষমতা তার! একুশের গেমপ্ল্যান বিজেপির

রক্তিম দাশ,  কলকাতা: ভোটের দিন বুথ দখলের রাজনীতি আটকাতে এবার সক্রিয় হল বিজেপি। একুশের বিধানভা লড়াইয়ে বুথ যার, ক্ষমতা তার এই স্লোগানকে সামনে রেখে বাংলা জুড়ে ৭৮ হাজার পোলিং বুথে শক্তিশালি কমিটি গড়ার নির্দেশ এসছে বিজেপির কেন্দ্র থেকে। আর সেই লক্ষ্যে এবার গেমপ্ল্যান সাজাচ্ছে গেরুয়া শিবির এমনটাই সূত্রের খবর।

বিজেপির রাজ্য নেতা তথা দক্ষিণ কলকাতার পর্যবেক্ষক মানবেন্দ্র রায় বলেন, ‘ বুথ ভিত্তিক দল তৈরির লক্ষ্যে ২০১৯ সালে আমরা ব্যাপক ভাবে সদস্য সংগ্রহ করেছি। সেই ডেটাবেসকে যাচাই করে আমরা বুুথস্তরে সদস্যদের কাছে যাচ্ছি। তাঁদের বুথে যুক্ত করার জন্য ছোট ছোট বৈঠক, চাযে পে চর্চা করছি। এছাড়া এখন গৃহ সর্ম্পক অভিযান চলছে। এর মধ্য দিয়ে আমরা বাড়ি বাড়ি পরিবারগুলির কাছে পৌঁছে যাচ্ছি। এতে আমাদের রাজ্য, জেলা, মন্ডল পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিকদলের কর্মী ছাড়াও অরাজনৈতিক মানুষদের কাছেও যাচ্ছি আমরা। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। এরমধ্য দিয়ে আমরা বুথের সংগঠনকে মজবুত করছি। কারণ ভোটের দিন এই বুথের সংগঠনই ভোট লুট ঠেকাতে পারবে বলে আমরা মনে করি।’

জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলার ৭৮ হাজার পোলিং বুথের মধ্যে ৮৩ শতাংশ অর্থাৎ ৬৫ হাজার বুথে বিজেপির কমিটি রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাকি বুথগুলিতে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১২০০ ম-ল কমিটিতে বুথ পর্যন্ত শক্তিশালি নির্বাচনী কাজ নামক একটি নোট পাঠানো হয়েছে। এই নোটে ম-ল স্তরের সংগঠক এবং মোর্চার পদাধিকারিদের ৫ টি করে বুথে দায়িত্ব নিতে বলা হয়েছে। বুথ কমিটিকে মিসকল দিয়ে যারা সদস্য হয়েছেন তা যাচাই করতে হবে। শেষ দু’বার লোকসভা এবং বিধানসভা ভোটের বুথের তথ্য সংগ্রহ করতে হবে। সব বুথকে এ,বি,সি,ডি শ্রেণীতে ভাগ করে মন্ডলের পদাধিকারিদের দায়িত্ব দিতে হবে। প্রতিটি বুথে নতুন ২০টি সদস্য  করতে হবে যা বিভিন্ন মোর্চা থেকে নিতে হবে। বুথ সদস্যদের নামের তালিকা এবং মোবাইল নম্বর রাজ্য কার্য্যালয়ে পাঠাতে হবে। প্রতিটি বুথে ভোট কেন্দ্র গঠন করতে হবে। এমন ২ বা ৩ জনকে যুক্ত করতে হবে যাঁরা বুথ কমিটিকে সর্বদা সক্রিয় রাখতে পারেন।

এই নোটে বলা হয়েছে, প্রতিটি বুথে একজন করে বুথ প্রমুখ করতে হবে। বুথস্তরে ৬টি কার্যক্রম করতে হবে। মোদির মন কি বাত শোনার ব্যবস্থা করতে হবে। এই ৬ টি কার্যক্রমের মধ্যে রয়েছে ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন পালন, ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস পালনের মতো অনুষ্ঠান।  এই নোটে আরও বলা হয়েছে  বিভিন্ন পেশার মানুষের সঙ্গে, সেল্ফ হেলফ গ্রুপ, এনজিও, মঠ-মন্দির-আশ্রমের প্রধান এবং পূজারিদের সঙ্গে সর্ম্পক স্থাপন করতে হবে। পাশাপাশি, গ্রাম পঞ্চায়েতের হারা, জেতা সদস্যদের সঙ্গে সর্ম্পক করে যুক্ত করতে হবে। অন্যদলের কর্মীদের গেরুয়া শিবিরে দিকে আনার প্রচেষ্ঠা নিতে হবে।

আরও পড়ুন: প্যারিসে কৃষ্ণাঙ্গকে মারধর, সাসপেন্ড পুলিশ অফিসার

বুথের কর্মসূচির মধ্যে বলা হয়েছে, প্রতিটি বুথে কমপক্ষে ৫ টি দেওয়াল লিখন করতে হবে। কতজনের র্স্মাট ফোন আছে তার তালিকার পাশাপাশি প্রতি বুথে ৫ জনের মোটর সাইকেল এমন সদস্যর নাম দিতে হবে। বুথের অন্তর্গত যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পেয়েছেন তাঁদের নিয়ে সম্মেলন করতে হবে। প্রতি বুথে অবশ্যই বুথ লেভেল এজেন্ট অবশ্যই নিয়োগ করতে হবে। এর পাশাপাশি একজনকে ইনচার্জ করে কমপক্ষে ২৫০ জনের ওয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
Close