
শরণানন্দ দাস, কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের পর উজ্জীবিত পদ্ম শিবির। মুখ্যমন্ত্রীকে বিঁধে যেখানে শেষ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন সায়ন্তন। সল্টলেকের বৈশাখী মোড়ে শনিবার সকালে ‘চায়ে পে চর্চায়’ তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির সাধারণ সম্পাদক বলেন, ‘ কোন শিল্পে অরাজকতা নেই বলুনতো? আইনশৃঙ্খলা বলে কিছু নেই। সকাল বিকেলে এখন সিবিআই তল্লাশি করে হাতে নাতে গোরু পাচারকারী, কয়লা পাচারকারীদের ধরছে। আর তাদের হয়ে মুখ্যমন্ত্রী কান্নাকাটি করছেন, ত্রাহি ত্রাহি রব ছাড়ছেন কেন?’ তাঁর প্রশ্ন,’ ওখানে তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর কী সমস্যা। ওঁরতো সমর্থন করা উচিত। সেটা করছেন না। কারণ ‘ ডাল মে কুছ কালা হ্যায়।’
আরও পড়ুন: পুরনো মান্থলি নিয়ে নিত্যযাত্রীদের সুখবর শোনাল রেল
দিন তিনি আরও বলেন,’ তৃণমূল ভোটার তালিকায় গরমিল করছে, নজরে এসেছে। শুধু আমার নয়, সেটা অনেকেরই নজরে এসেছে। ভুয়ো ভোটারদের নাম যাতে বাদ যায়, ভোটার তালিকা যাতে সংশোধন করা যায় তারজন্য আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। ভোটার তালিকার স্ক্রুটিনি করবেন।’ এদিন তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ আমি কোথায় ছবি দেখলাম তৃণমূল পার্টি অফিসের উপর থেকে অমিত শাহকে শঙ্খধ্বনি করা হচ্ছে। এটা দেখে বোঝার যায় তৃণমূলে এখন বিজেপির লোক বসছে।’