শরণানন্দ দাস, কলকাতা: আম্ফান পরবর্তী বিপর্যয়ের ধাক্কায় বেসামাল প্রশাসন। শুধু উত্তর ২৪ পরগনা নয়, কলকাতা-সহ ঝড়বিধ্বস্ত সব এলাকায় বিক্ষোভ বাড়ছে। বিদ্যুৎ, পানীয় জলের মতো পরিষেবা না পেয়ে রাস্তায় নেমেছেন মহিলা ও বৃদ্ধারাও। এই পরিস্থিতিতে এবার পুর কমিশনার খলিল আহমেদকে সরানো হলো। এ বিষয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন খলিল আহমেদ কেন? কেন ববি হাকিমকে সরানো হলো না?
রবিবার সকালে মেদিনীপুর যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘ একেবারে অপদার্থ সরকার। আম্ফানের বিষয়ে অনেক আগে রাজ্যকে সতর্ক করা হয়েছিল। কিচ্ছু করেনি। কেন্দ্র আগেই এনডিআরএফের ২৫ টা দল পাঠিয়েছিল। কোন পরিকল্পনা নেই। সব ব্যর্থতা দিদির।’
আরও পড়ুন: মালদায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি সাংসদ খগেন মূর্মূ’র
তিনি বলেন, ‘ আম্ফানের পর চারদিন কেটে গেল। কলকাতা শহর এখনও বিধ্বস্ত। পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তায় পড়ে থাকা গাছ কাটতে সেনা নামাতে হলো। এত দেরি করে সেনা নামানো হলো কেন? আরও আগে ডাকলে মানুষের দুর্ভোগ কম হতো।’ তিনি আরও বলেন, ‘ ট্র্যাডিশনাল মেনে এবার ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হলো খলিল আহমেদকে। অথচ ববি হাকিমের গায়ে আঁচ লাগলো না। আমার প্রশ্ন ববি হাকিমকে কেন সরানো হলো না? আসলে দিদি ববিকে সরানোর সাহস পেলেন না। নিজে স্বাস্থ্য মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ। অথচ ব্যর্থতার দায়ে সরিয়েছেন স্বাস্থ্য সচিবকে। তাই উনি বলবেন কোন মুখে।’