
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর বাংলায় বাণিজ্য সম্মেলন হয়, রাজ্য সরকার বিনিয়োগের নতুন নতুন প্রস্তাব, মৌ চুক্তি ঘোষণার কথা প্রচার করে। কিন্তু শেষ পর্যন্ত বিনিয়োগ আসে না। বুধবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় টুইট করে এই প্রশ্নেই বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। কৈলাস টুইটে প্রশ্ন করেছেন, ‘ কেন বাংলায় নতুন বিনিয়োগ আসে না? যদি লগ্নিই না হয় তাহলে বেঙ্গল সামিটের আয়োজন করে মৌ চুক্তির অর্থ কি?’
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসেও রাজ্যে বহাল লকডাউন, দেখে নিন কবে কবে
কৈলাস আরও লিখেছেন, ‘ এই বাণিজ্য সম্মেলন করে কার উপকার হচ্ছে? যদি সত্যিই কোন বিনিয়োগ না হয় তাহলে প্রতি বছর বাণিজ্য সম্মেলন করার অর্থ কি? মমতাকে এই কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে।’ প্রসঙ্গত নবান্নের দাবি গত পাঁচটি বাণিজ্য সম্মেলনে রাজ্যে মোট ১২ লক্ষ ৩২ হাজার ৬০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এরমধ্যে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। রাজ্যপাল মঙ্গলবারই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন বাণিজ্য সম্মেলন থেকে এ পর্যন্ত রাজ্যে কতো বিনিয়োগ হয়েছে।