বিজেপির ডাকা বনধে ব্যপক সাড়া কুমারগ্রামে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে উত্তরবঙ্গে ব্যাপক প্রভাব পড়লো কুমারগ্রামে। এদিন কুমারগ্রাম ব্লকের সর্বত্র দোকানপাট, হাট, বাজার ছিল বন্ধ। রাস্তায় যানবাহন চলাচল করেনি। সকালের দিকে রাস্তায় সরকারি বাস দু একটা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আর সেগুলির দেখা মেলেনি। সরকারি অফিস গুলি ও বিজেপি কর্মীদের পিকেটিং এর ফলে বন্ধ হয়ে যায়। বিজেপি কর্মীদের দলের ঝান্ডা হাতে বন্ধের সমর্থনে কুমার গ্রামের বিভিন্ন স্থানে মিছিল করতে ও দেখা গিয়েছে। চা বাগান গুলিতে কাজ হলেও কর্মীদের উপস্থিতি ছিল খুব কম।
বিজেপি সুত্রে দাবি করা হয়েছে এদিনের বনধে জনগন স্বতস্ফুর্ত সমর্থন জানিয়েছেন। শাসক দলের নেতৃত্বের দাবি বিজেপির ডাকা বন্ধে নয় মানুষ সাড়া দিয়েছেন আন্দোলন রত কৃষকদের ডাকা ধর্মঘটে। পুলিশ সুত্রে জানা গেছে কুমারগ্রাম ব্লকে বন্ধ নিয়ে কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়নি।