fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার কি বিজেপিতে আসবেন গুলাম নবিকে আজাদ! তোলপাড় রাজ্য-রাজনীতি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গুলাম নবিকে আজাদকে নিয়ে রাজ্য-রাজনীতিতে শোরগোল। জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। গতকালই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার চিঠি পাঠিয়েছেন তিনি।

কংগ্রেস ছাড়ার সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগদানের সম্ভাবনা ক্রমশই স্পষ্ট হচ্ছে গুলাম নবি আজাদের। দলে এলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেপি নেতা কুলদ্বীপ বিষ্ণোই।

কুলদীপ জানিয়েছেন, দল সম্মত হলেই গুলাম নবি আজাদকে স্বাগত জানাতে তারা প্রস্তুত আছেন। বরণ করে নিতে প্রস্তত তিনি নিজে। একইসঙ্গে কুলদীপ বিষ্ণোই জানান, ভাঙনের মুখে রয়েছে কংগ্রেস।  আমি ভুল বলছি না, নিজেরাই দলকে শেষ করছে কংগ্রেস, আত্মঘাতী দল হয়ে উঠেছে কংগ্রেস। রাহুল গান্ধীকে বলব ইগো সরিয়ে রাখুন। গুলাম নবি আজাদকে বিজেপিতে স্বাগত। যদি দল আমায় বলে, তাহলে আমি তাঁকে বিজেপিতে যোগদানে রাজি করাব।”

বিগত কয়েক বছরে কংগ্রেস ছেড়েছেন জিতীন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী, এস এম কৃষ্ণ, কপিল সিব্বল, অশ্বিনী কুমারের মতো প্রথম সারির নেতারা। একের পর এক নেতার দলত্যাগ নিয়ে উদ্বেগে কংগ্রেসের অন্দরমহলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।

 

Related Articles

Back to top button
Close