WHO-এ কি বৃদ্ধি পাবে ভারতের প্রভাব? চেয়ারম্যান হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে এল একটি সুখবর। আগামী ২২ মে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ৩৪ সদস্য সম্মিলিত এই এক্সিকিউটিভ কমিটির বর্তমান প্রধান জাপানের ডাক্তার হিরোকি নাকাতানি।
সূত্রের খবর ১৩৪ টি সদস্য রাষ্ট্রের সম্মিলিত সম্মতি দ্বারাই এক্সিকিউটিভ কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন হর্ষবর্ধন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়ান গ্রুপের থেকেই নির্বাচিত হয়েছেন হর্ষবর্ধন। আগামী তিন বছরের জন্য এই পদে আসীন থাকবেন তিনি।
বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তারি বদলাবে আগামী দিনে ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে কতটা উন্নতি হবে সেটাই দেখার। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাবু এর মতো আন্তর্জাতিক সংগঠনে ভারতের প্রভাব ও কূটনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে সেটা দেখার অপেক্ষায় রয়েছে কূটনৈতিক মহল।