fbpx
কলকাতাহেডলাইন

দীর্ঘ প্রতীক্ষার অবসানে বঙ্গে এল শীত, একধাক্কায় নামল পারদ 

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দীর্ঘ দিনে প্রত্যাশা ছিল সে কবে আসবে। অবশেষে বঙ্গে এল শীত। বাক্সবন্দী হয়ে পড়ে থাকা শাল, সোয়েটার, হনুমান টুপি আসতে আসতে বের হচ্ছে তার নিজের খোলস ছেড়ে। এবার গুলি গায়ে জড়িয়ে নেওয়ার পালা এসে গেছে।

এবছর আসব আসব করেও আসছিল না শীত। কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রবল পরাক্রমী নিম্নচাপ। কিন্তু এবার সেই ক্ষোভ মিটল বলেই মনে করা হচ্ছে বঙ্গবাসীর। কলকাতার তাপমাত্রা শেষমেশ ১৫ ডিগ্রির ঘরে। শুরু হয়েছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বজায় থাকবে ঠান্ডা আবহাওয়া। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামবে বলেও জানানো হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি নামল। সোমবারই এ বছরের এখনও অবধি শীতলতম দিন। বাংলায় একটু দেরি হলেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে শীত। অন্যদিকে শীত পুরোপুরিভাবে তার দাপট দেখাতে শুরু করেছে।

 

Related Articles

Back to top button
Close