fbpx
কলকাতাহেডলাইন

জাঁকিয়ে শীত বঙ্গে, পারদ নামল ১১ ডিগ্রিতে  

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বিগত কয়েকমাস ধরে নিম্নচাপের ভ্রুকুটি সহ্য করেছে বাংলার মানুষ। অপেক্ষা ছিল শীতের। হাঁটি হাঁটি পা করে, এগিয়ে আসছিল শীত। এবার সেই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে শীতের আগমন। এখন কয়েকদিন শীত থাকবে বঙ্গে। সেই সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। কলকাতায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। অন্তত ৩-৪ দিন জাঁকিয়ে শীত রাজ্যে। তারপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বড়দিনের কলকাতায় পারদ থাকতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 

তবে শীত না পড়লে এই সময়ে নানান শারীরিক সমস্যাও দেখা দেয়। কলকাতার সঙ্গে জেলার পারদও নিম্নমুখী। দুই থেকে তিন ডিগ্র তিন ডিগ্রি কমবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ আকাশ পরিষ্কার  থাকবে।

উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

 

 

Related Articles

Back to top button
Close