
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আবহাওয়ার খামখেয়ালিপনায় নাভিশ্বাস বঙ্গবাসীর। একে এখনও করোনার হাত থেকে নিস্তার মেলেনি, তার পর প্রায় প্রতিদিনই বৃষ্টি থেকে পারদের ওঠানামা চলছে। আর সেই খামখেয়ালিপনায় সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রায় প্রতি বাড়িতেই জ্বর থেকে সর্দি-কাশি নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিন দিন স্বাভাবিকের নিচে থাকবে পারদ। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।
রবিবারের তুলনায় আরও কিছুটা কমেছে সোমবারের তাপমাত্রা। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১ শতাংশ। শীতের দাপট বজায় থাকবে। তবে প্রাপ্তি ঝলমলে আকাশ।
অন্যদিকে তাপমাত্রা বাড়ল দার্জিলিংয়ে। সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে বেড়ে হল ৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হল ১২ ডিগ্রি।। রবিবারও ছিল একই তাপমাত্রা।