শীতের আয়ু কি শেষের পথে! ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রোদ ঝলমলে আকাশ উপভোগ করছে বঙ্গবাসী। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি, নিম্নচাপে নাস্তানাবুদ হলেও কিছুদিন হল একটি স্বস্তি মিলেছে আমজনতার। সরস্বতী পুজোর আগেই দিনে শীতের মধ্যে ফের ঝমঝমে বৃষ্টিতে ফের নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। তবে আহববিদদের আশ্বাসবাণী পেয়ে ছন্দে ফেরে দক্ষিণবঙ্গ। তবে আপাতত শীত আর বঙ্গে ক’দিন থাকবে সেই নিয়ে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে সকলের মনেই।
চলতি সপ্তাহেই বৃহস্পতিবার থেকেই ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। রয়েছে আরও একটি ঝঞ্ঝার আশঙ্কাও। সপ্তাহান্তে তাই ‘উইকেন্ড প্ল্য়ানে’ ভাটা পড়তে পারে। কারণ, শীত শেষের মুখে। বৃষ্টি থেকে রেহাই নেই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। আগামী বেশ কয়েকদিন শীত থাকবে। সেই সঙ্গে থাকবে। তবে জেলাগুলিতে পারদ আরও কিছুটা নামতে পারে।
উত্তরবঙ্গেও মেঘমুক্ত আকাশ। সেইসঙ্গে রয়েছে শীতের দাপট। ফলে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে দুই বাংলায়।