fbpx
আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন

‘ওয়াইস আউল’ ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে ‘উল্লু’ বলে বসলেন মার্কিন তরুনী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আগামী নভেম্বরেই ঠিক হয়ে যাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মসনদে কে থাকছেন ৷ ভোটের অনেক আগে উপদেষ্টার পদত্যাগে জোর ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে ৷ শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারও ৷ ট্রাম্পের প্রচারে ভারতীয়দের কথা যথেষ্ট উল্লেখ থাকছে ৷ ট্রাম্পের ভারত সফর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ৷ সব কিছুরই প্রচার চলছে মার্কিন মুলুকে ৷

উল্টোদিকে জো বিডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উল্লেখ করা হচ্ছে৷  এরই মধ্যে এক তরুণী ভিডিও বার্তায় ট্রাম্পকে ‘উল্লু’ বলে সম্বোধন করেছেন৷  তিনি আবার ট্রাম্পের সমর্থক বলেই জানা গিয়েছে ! উল্লু কথার অর্থ ঠিকঠাক না জেনেই ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্টকেউল্লু বলে সম্বোধন করে বসেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট ট্রোলিংয়ের শিকার ওই তরুণী ৷ ট্রাম্পের প্রশংসা করতে গিয়েই নিজের বিপদ নিজে ডেকেছেন তিনি ৷  ইংরেজি ‘ওয়াইস আউল’ কথাটি হিন্দিতে বোঝাতে গিয়েই এই মারাত্মক ভুলটা করে বসেন তিনি ৷ ভিডিওটি দেখে স্বভাবতই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় !

Related Articles

Back to top button
Close