পশ্চিমবঙ্গহেডলাইন
ডাইনি আপবাদে তিন মহিলাকে মারধর

জেলা ডেস্ক, চন্দ্রকোণা: ডাইনি অপবাদে এক পরিবারে ৩ মহিলাকে মারধর করার অভিযোগ কে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকায়। জানা যায়, মল্লেশ্বর পুরের বাসিন্দা লক্ষ্মী হেম্ব্রম ও তার দুই পুত্রবধূ লালি ও মামনিকে মাঝেমধ্যেই ডাইনি অপবাদে এলাকার মানুষজন মারধর করে, এলাকার জলের ট্যাপ ও খাবার জল বন্ধ করেছে বলে তাদের দাবি। প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই তিন আদিবাসী মহিলা। যোদিও নির্যাতিতাদের দাবি প্রায় তিন বছর ধরে তাদের চলছে এই ধরনের ঘটনা।
এমনকি যখন তখনই তাদের মারধর করে গ্রামের বাসিন্দারা, এলাকায় কারও মৃত্যু হলে ওই পরিবারের মহিলাদের দায়ী করা হয় বলেও তারা জানান, এমনকি এই নিয়ে শনিবার চরম পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি।
খবর পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। যেদিও এলাকাবাসীদের দাবি এক বছর আগে এলাকার চুনি মূর্মু নামে এক মহিলাকে ডাইনি আখ্যা দেয় ওই পরিবার। কেউবা আবার বলে ছেলেই ছেলেই গন্ডগোল কে কেন্দ্র করে এই ঘটনা।