ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মালদা: ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে মালদা শহরের বিমানবন্দর এলাকার পরিত্যক্ত একটি জায়গা থেকেই ওই দুজনকে বেআইনি মাদক সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। ধৃত দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
[আরও পড়ুন- গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে সপ্তাহে ২দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা নবান্নের]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মাদক কারবারি নাম লব মন্ডল এবং কুশ মন্ডল। এরা সম্পর্কে দুই ভাই। এই দুজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের ছিনতাই-ডাকাতির অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই দুই যুবককে ব্রাউন সুগার সহ হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।