সামনেই পঞ্চায়েত নির্বাচন, সংগঠনকে সাজিয়ে তুলতে আজ রাজ্যে বিজেপির চার পর্যবেক্ষকের বৈঠক

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের ঘুঁটি সাজাতে ইতিমধ্যেই জোর লড়াইয়ের ময়দানে বঙ্গ বিজেপি। আজই রাজ্যে বিজেপির চার পর্যবেক্ষকের বৈঠক। সেই বৈঠকে আগামীদিনের লড়াই কিভাবে হবে, দল কি ভাবে আরও সাংগঠিক শক্তি বৃদ্ধি করবে সেই ব্যাপারে আলোচনা হবে। শনিবারই রাজ্যে এসে পৌঁছেছেন নেতারা।
আজ সকাল ১১টা থেকে দফায় দফায় এই বৈঠক হতে পারে বলে খবর। পঞ্চায়েত ভোটের পরিকল্পনায় রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন চার পর্যবেক্ষকও। বৈঠকে নবান্ন অভিযানের সাফল্য, দুর্নীতি ইস্যুকে নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পাশাপাশি বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসল দেখা করবেন নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও।
শনিবার রাত ১১টা ১০ নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে দলকে আগামীদিনের জন্য আজ বৈঠক থেকে কি পরামর্শ দেন সেটাই এখন দেখার।