fbpx
অসমহেডলাইন

নাগাল্যান্ড, মণিপুর, অসমের একাংশ থেকে প্রত্যাহার আফস্পা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উত্তর-পূর্বে তিনরাজ্যে প্রত্যাহার করা হল আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট, সংক্ষেপে  আফস্পা। এই তিনটি রাজ্য হল নাগাল্যান্ড, মণিপুর, অসমের একাংশ থেকে। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব কেন্দ্রীয় সরকার অসম, নাগাল্যান্ড, মণিপুরের বেশ কিছু অংশ থেকে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেন্দ্রীয়য় স্বরাষ্ট্রমন্ত্রী।  আফস্পার অধীনে এলাকা হ্রাস সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলা নিরবচ্ছিন্ন উন্নয়নকে ইঙ্গিত করছে। উত্তর-পূর্বের ওই ৩ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

দ্য আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট সংক্ষেপে আফস্পা৷ উত্তর-পূর্বের রাজ্যগুলির বিচ্ছিন্নতাকামী শক্তি দমনে সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে ১৯৫৮ সালে এই আইন চালু করে কেন্দ্র৷ অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে চালু আছে৷ স্বাধীনতার এত বছর পরও এই আইন চালুর প্রয়োজনীয়তা নিয়ে হামেশাই প্রশ্ন উঠেছে৷ উত্তর-পূর্বের বহু মানুষের চোখে আফস্পা হল ‘কালা আইন’৷

এই প্রত্যাহারের জন্য দীর্ঘ ১৬ বছর অনশন করেছিলেন মণিপুরের মেয়ে ইরম চানু। তাঁর এই লড়াই আজ সারা পৃথিবীর কাছে স্বীকৃত।

 

Related Articles

Back to top button
Close