
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা অতিমারির কারণে চালু হয়েছিল রাত্রিকালীন বিধিনিষেধ। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া মানা ছিল। আর বের হলেই পুলিশের কঠোর শাস্তির মুখে পড়তে হত। করোনা পরিস্থিতি রাজ্যে বেশ স্বাভাবিক। এবার রাত্রিকালীন বিধিনিষেধ করে দিল রাজ্য সরকার। আজ মধ্যরাত থেকেই উঠে যাবে এই নিষেধাজ্ঞা। তবে করোনার অন্যান্য বিধি যেমন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার জারি থাকবে।
এতদিন রাত ১২ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই রাত্রিকালীর কারফিউ বা বিধিনিষেধ জারি ছিল। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার কারণে এই বিধিনিষেধ উঠল। রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশিকা জানিয়েছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল।