ইস্তেহার প্রকাশের কয়েকঘন্টার মধ্যেই করোনা আক্রান্ত হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। বিহার বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করার কয়েকঘন্টার মধ্যেই করোনায় আক্রান্ত হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। নিজেই টুইট করে একথা জানিয়েছেন সুশীল কুমার মোদি। তিনি জানিয়েছেন যে, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ঠিকই রয়েছে। শুধু সামান্য জ্বর এসেছে। বৃহস্পতিবার সকালেই বিহারে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। বিধানসভা ভোটে জয়ী হলে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এর কয়েকঘণ্টার মধ্যেই গেরুয়া শিবিরে দুঃসংবাদ এসে পৌঁছাল। করোনায় আক্রান্ত হয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি।
Tested positive for CORONA.All parameters perfectly normal.Started with mild https://t.co/cTwCzt88DL temp.for last 2 days.Admitted to AIIMS Patna for better monitoring.CT scan of lungs normal.Will be back soon for campaigning.
— Sushil Kumar Modi (@SushilModi) October 22, 2020
[আরও পড়ুন- পেঁয়াজের ঝাঁজে নয় দামে নাজেহাল সাধারণ মানুষ, কিলোপ্রতি দাম ১৩০ টাকা]
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ৭১ আসনে ভোট নেওয়া হবে। বাকি দুই দফার ভোট হবে আগামী ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা। এদিন নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি সুশীল মোদি জানান যে, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে নির্বাচনী কাজে যোগ দেবেন।