fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপিকে সরিয়ে রেখে দিদি একা বাংলার দুঃখ দূর করতে পারবেন না: কৈলাস বিজয়বর্গীয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমফান নিয়েও শুরু রাজনৈতিক চাপান-উতোর। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও বাসন্তীতে ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাঁর গাড়ি পুলিশ আটকে দেয় গড়িয়ার কাছে। পুলিশি বাধায় ফিরে আসতে বাধ্য হন তিনি। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

তিনি টুইট করে লিখেছেন, ‘ এই দুর্যোগের সময়েও পশ্চিমবঙ্গ সরকার রাজনীতির সুযোগ ছাড়ছে না। মমতা সবকিছু নিয়েই রাজনীতি করেন। বিজেপি নেতাদের আর্ত মানুষের কাছে পৌঁছতে না দিয়ে একাই সব করতে চান। কিন্তু দিদি বিজেপিকে সরিয়ে রেখে আপনি একা বাংলার মানুষের দুঃখ দূর করতে পারবেন না। আপনার সরকার সবদিক থেকে ব্যর্থ।’
রাজ্যের সহপর্যবেক্ষক অরবিন্দ মেনন টুইট করে বলেন, ‘ লকডাউনের সময় বিজেপিকে মানুষের সহায়তা করতে বাধা দেওয়া হয়েছে। এখন আম্ফানের সময়েও একইভাবে বাধা দেওয়া হচ্ছে। অভূতপূর্ব এই বিপদের সময়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিন্দাজনক।’

Related Articles

Back to top button
Close