মহিলার স্নানের ভিডিও করার অভিযোগে গলধোলাই পেল এক যুবক

মিলন পণ্ডা, পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর): স্নান করার সময় মেয়েদের নগ্ন ছবি তোলার অভিযোগে এক যুবককে গণপ্রহার দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার নস্করদিঘী এলাকায়। পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানার নিয়ে যায়৷ ওই যুবকের নাম সুমন পাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক কর্মসূত্রে চেন্নাইতে থাকত। লকডাউনের কারণে বাড়ি ফিরেছিল সে। স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন হোম কোয়ারন্টাইনে ছিল ওই যুবক। সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়ির পাশে মহিলাদের পুকুরে স্নান করার ভিডিও তুলছিল সে। শুক্রবার দুপুরে ভিডিও তোলার সময় ধরা পড়ে যায়। গ্রামবাসীরা জড়ো হয়ে ওই যুবককে হাতে নাতে ধরে গণপ্রহার শুরু করে। ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে।
পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র বলেন, উত্তেজিত গ্রামবাসীদের কাছ থেকে যুবককে উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। যদিও এখনও পর্ষন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি৷