স্নান করতে নেমে ক্যানেলের গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু মহিলার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: গভীর ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। মৃতার নাম ডোমনী কিস্কু(৫৫)। তার বাড়ি গলসি থানার উচ্চগ্রামের ক্যানেল পাড় এলাকায়।এদিনই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমনী কিস্কু এদিন সকাল সাতটা নাগাদ বাড়ির অদূরের ক্যানেলের ঘাটে গিয়ে স্নান করতে নামেন। পরিবার সদস্যরা মনে করছেন স্নান করতে নেমে পা ফসকে ডোমনী গভীর জলে পড়ে যান। সাঁতার ভালো জানা না থাকায় তিনি জলে তলিয়ে যান। বেশ কিছু সময় বাদ ক্যানেলের জলে তাঁর দেহ ভেসে ওঠে।
খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ডোমনী কিস্কুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মহিলার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন।